বোয়ালখালী পৌরসভা শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে মো: কপিল উদ্দিন চৌধুরীকে সভাপতি, মোহাম্মদ লোকমানকে সিনিয়র সহ-সভাপতি ও মোহাম্মদ মিজানুল হক,কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম দক্ষিনজেলা শ্রমিকদলের সভাপতি মো: শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক ডা. মহসিন খান তরুন,র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি মো: কপিল উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো শওকত আলম শওকত এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ মিজানুল হক বলেন, চট্টগ্রাম ৮ আসনের নির্বাচনী এলাকার বিএনপির অভিভাবক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ,র নির্দেশনায় পৌরসভা শ্রমিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাব।
তিনি বিএনপির জাতীয় সকল আন্দোলন সংগ্রামে পৌরসভা শ্রমিকদলের অংশগ্রহণ থাকবে বলে জানান।