চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া থেকে ৩’শ লিটার চোলাইমদসহ নুর বক্স (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে উপজেলার কানুনগোপাড়া পোষ্ট অফিস রোড থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালখালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নুর বক্স আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা বাদামতল এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে। এসময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক ফররুখ আহমদ মিনহাজ জানান, মদ উদ্ধারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নূর বক্সসহ ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
0Shares