সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বোয়ালখালীতে বৈষম্য বিরোধী আন্দোলনের স্মরণ সভা

বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজে
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালখালী হাজী মো: নুরুল হক ডিগ্রি কলেজের কনফারেন্স হলে আয়োজিত স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অত্র কলেজের অধ্যক্ষ এন,এম, ফখরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কলেজের প্রভাষক মো: নুহু মিয়া,র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপিকা রাজশ্রী বড়ুয়া।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কাইচারুল হক ও সহকারী অধ্যাপক ছাবেরা বেগম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, চৈতী নাগ, কোরবান আলী, নুসরাত শারমীন।

সভাপতির বক্তব্যে অত্র কলেজের অধ্যক্ষ এন,এম ফখরুদ্দীন বলেন, ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাস বাঙালি জাতির নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালীন প্রায় ১৫৮১ জন জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রাণহানী খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক। অধ্যক্ষ এন,এম,ফখরুদ্দীন চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে শহীদ ও আহতদের নিয়ে স্বরচিত বিভিন্ন কবিতা পাঠ ও একক অভিনয়, চিত্রাংকন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের
পরে অধ্যক্ষ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়