শুক্রবার- ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বই ও শিক্ষা উপকরণ বিতরণে জেলা পরিষদ সদস্য মুহাম্মদ আবুল কালাম-

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ উপহার অনুষ্ঠিত।

বৃহস্পতিবার বিকালে বান্দরবান প্রেসক্লাব হল রুমে বই ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আআইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা সামগ্রী উপহার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রসংশনীয় উদ্যোগ। যেই শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তারাই সামনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে।

শিক্ষার্থীদের যে কোনো ধরনের প্রয়োজনে জেলা পরিষদও সার্বিক সহযোগিতা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ওবাথোয়াই মার্মা, সাইফুল ইসলাম রিমন। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা চলমান রাখবে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা প্রতিনিধি মুহাম্মদ মুসা, আমিনুল ইসলাম, জোবায়ের হোসেন, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, মাহীর ইরতিসাম, তানভীর হোসেন ইমন, আব্দুল্লাহ মাওয়াজ সানিম ও রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

3Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়