চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় দোষী ইসকন সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মো: আলমগীর চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ইসকন এর বিরুদ্ধে আইনজীবীরা নানা ¯েøাগান দেন। পরে মিছিলটি আদালত চত্বর প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে সমাবেশে মিলিত হন।
এসময় বক্তারা বলেন- ‘জুলাই বিপ্লবে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী হাসিনার দোসরা বিভিন্ন ধরনের রূপধারণ করে বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চট্টগ্রামে ইসকনকে ব্যবহার করে দেশের আইন শৃংখলা নষ্ট করে দেশকে অকার্যকর হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার পায়তারা করছেন আওয়ামীলীগ। অনতিবিলম্বে ইসকন সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।
জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য ও এজিপি অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল (রুমু) সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত পিপি জয়নাল আবেদীন ভ‚ইয়া, এপিপি মেনুসাং মার্মা, অ্যাডভোকেট মুরশেদুল ইসলাম রুবেল, অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, মোহাম্মদ সোলেইমান, প্রমুখ।