বুধবার- ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

বাইশারী ইলমুল কোরআন সংস্থা উদ্যোগে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে  ইফতার বিতরণ 

বাইশারী ইলমুল কোরআন সংস্থা উদ্যোগে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে  ইফতার বিতরণ

আবদুর রশিদ, নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইলমুল কোরআন সংস্থার উদ্যোগে বাইশারী বাজার ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

(৮ এপ্রিল) সোমবার বিকাল ৫টায় বাইশারী  ইলমুল কোরআন সংস্থার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইসমাইল, সেক্রেটারি মাওলানা সেলিম উল্লাহ আর্থ সম্পাদক হাফেজ কেফায়েত উল্লাহ হাফেজ দেলোয়ার সহ সকল সদস্যবৃন্দরা ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করেন।

ইফতার পেয়ে পথচারী জসিমউদদীন, আবদুল হামিদ, আবদুল করিম মামুন,রুহুল আমিন বলেন বাইশারী ইলমুল কোরআন সংস্থা প্রতি বছরের  ন্যায় এ বছরও ইফতার বিতরণ করেছেন তাই তারা এই সংস্থা কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যবসায়ীরা জানান পবিত্র ঈদুল ফিতরের ঈদের আগে তাদের বেচা কি-নার কারণে ইফতার তৈরী করতে পারেনি ইলমুল কোরআন সংস্থার পক্ষ থেকে রান্না করা ইফতার পেয়ে মহা খুশি এই মহতি উদ্যোগ আর কখনো কেউ করেনি তাই এই সংস্থার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইলমুল কোরআন সংস্থা র সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইসমাইল বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও ইফতার বিতরণ করেছি এবং আমাদের সংস্থার পক্ষ থেকে প্রতি বছর তাফসীরুল কুরআন মাহফিলসহ গরীব অসহায় শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে যাচ্ছি ভবিষ্যতে কর্মসূচি অব্যাহত থাকবে।

30Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়