শুক্রবার- ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বাইশারীতে জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে প্রচার মিছিল ও পথসভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বাইশারী কর্মী সম্মেলনে আগমন উপলক্ষে আনন্দ মিছিল পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখা।

সোমবার (২০ জানুয়ারি) মাগরিব নামাজের পর
প্রচার মিছিল শেষে বাইশারী বাজার ত্রিমোহনী চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন আগামীকাল
২১ জানুয়ারি মঙ্গলবার বাইশারী স্কুল এন্ড কলেজ ময়দানে দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন।
সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর এস এম আবদুস সালাম আজাদ,
প্রধান আকর্ষনঃ আলী আহম্মদ মাবরুর
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মোজাহীদের সুযোগ্য সন্তান।
বিশেষ আকর্ষনঃ এড. আবুল কালাম
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জেলা পরিষদ সদস্য বান্দরবান পার্বত্য জেলা।
বিশেষ আকর্ষন: ডাঃ ফজলুল হক
ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড, চট্টগ্রাম।
বিশেষ আকর্ষনঃ অধ্যাপক হাসান মওদূদ শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সুযোগ্য সন্তান।
বিশেষ অতিথি অধ্যাপক ফারুক আহমদ
সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বান্দরবান পার্বত্য জেলা।

ফজলুল্লাহ মুহাম্মদ হাসান আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রামু উপজেলা,মাওলানা মুহাম্মদ রফিক বশরী সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা, তৌহিদুল ইসলাম আজাদ সাবেক কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আব্দুল্লাহ আল মামুন সাবেক সেক্রেটারী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, চট্টগ্রাম মহানগর,অধ্যাপক হামেদ হাসান
সভাপতি, আদর্শ শিক্ষক ফেডারেশন, বান্দরবান পার্বত্য জেলা। জনাব মাওলানা ওমর ফারুখ সিরাজীআমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাইক্ষ্যংছড়ি উপজেলা, মোঃ ইলিয়াছ সওদাগর নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাইক্ষ্যংছড়ি উপজেলা,আবু নাছের সেক্রেটারী, বাংলাদেশ আমায়াতে ইসলামী, নাইক্ষ্যংছড়ি উপজেলা।

কর্মী সমাবেশ চলবে বিকেল ৫টা পর্যন্ত। সমাবেশে ২০ হাজারের অধিক কর্মী অংশ নেবেন বলে তারা আশা করছেন।

মিছিল শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ
জামায়াতে ইসলামীর নাইক্ষ্যংছড়ি উপজেলা আমীর মাওলানা ওমর ফারুক সিরাজীসহ কেন্দ্রীয় এবং জেলার নেতা কর্মী ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে বিগত ৫ আগস্ট দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। এরপর নানা বিষয়ে সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে কল্যাণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।তিনি আরও বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৩ বছরে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা বারবার বিঘ্নিত হয়েছে। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে একটি ফ্যাসিবাদী সরকার জগদ্দল পাথরে মতো জাতির ঘাড়ে চেপে বসেছিল। এসময় বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদীর ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসির আদেশ ও পরবর্তীতে আমৃত্যু জেল এবং কারাগারেই তার শাহাদাত বরণ হয়েছে। দেশব্যাপী গণহত্যা, খুন, গুম, কথিত আয়না ঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করে পৈশাচিকতার চরম পরাকাষ্ঠা দেখানো হয়েছে। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে উপেক্ষা করে একগুঁয়েমি, দাম্ভিকতা ও স্বৈরাচারীভাবে দেশের ক্ষমতা কুক্ষিগত করে রাখে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়