রবিবার- ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

বাঁশখালী’র চাম্বলস্থ পিএবি সড়কে চিনতাই, হত্যা চেষ্টা

চট্টগ্রাম বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়নের চাম্বল মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কে গতকাল সকাল ৯:২০ মিনিটের সময় হত্যা,চাঁদাবাজি সহ একাদিক মামলার আসামি দুই সহোদর পারভেজ ও রাসেল মিলে ব্রয়েলার ও সোনালী মুরগী বিক্রেতা আবদু রশিদ নামের এক ব্যাটারিচালিত ভ্যান গাড়ি গতিরোধ করে দিন দুপুরের টাকা পয়সা ছিনিয়ে নিতে চাইলে আবদু রশিদ বাধা দেয়।

পরে রাসেল এর কোমর থেকে চুরি বের করে আবদু রশিদ এর মাথায় আঘাত করে ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল ৯ :২০ মিনিটের সময় প্রতিদিনের মত আবদু রশিদ মুরগী বিক্রি করে আশার পথে চাম্বল বড় মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি আবদু রশিদকে গাড়ির গতিরোধ করে চুরি দিয়ে আঘাত করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

পরে আহত আবদু রশিদ কে আমরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার মাথায় তিনটা সেলায় করে এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসি। আমরা এটার বিচার চাই।

ভুক্তভোগী আবদু রশিদ বলেন, আমি প্রতিদিনের মত ব্রয়েলার মুরগী ও সোনালী মুরগী বিক্রি করে আশার পথে আমার ব্যাটারিচালিত ভ্যান গাড়িটা থামিয়ে আমার টাকা পয়সা যা আছে সব দিয়ে দেয়ার জন্য বললে আমি অপারগতা দেখায়।

পরে রাসেল তার কোমর থেকে চুরি বের করে আমার মাথায় আঘাত করলে আমি সাথে সাথে মাঠিতে পড়ে যায় এবং আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে আমার থেকে এক লক্ষ ২০ হাজার টাকা নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আমি চিকিৎসা করে বাড়িতে চলে আসি। রাসেল আরও হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি। আমি এই ঘটনা তদন্তপূর্বক সঠিক বিচার চাই।

অন্য দিকে অভিযুক্ত ও এজাহার নামীয় রাসেল ও পারভেজ দুই সহোদর সাথে যোগাযোগ করলে সরেজমিনে গিয়ে তাদের পাওয়া যায় নি।

এই বিষয়ে বাঁশখালী থানায় ভুক্তভোগী দুইজনকে আসামি করে এজাহার দিয়েছে। তদন্ত পর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেন জানান বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়