চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ শূন্য হওয়ায় সাবেক ছাত্র নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ সালাহ উদ্দিন সিদ্দিকী কে সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন মাতামুহুরি সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ও সাধারণ সম্পাদক মকছুদুল হক ছুট্টো।
শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ ঘোষণা দেন থানা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।
রাতে থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টো স্বাক্ষরিত এক প্রেসনোট প্রচার করা হয়েছে। উক্ত প্রেসনোটে বলা হয় – বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে হোছাইন আরিফ দল ত্যাগ করে কল্যাণ পার্টি সমর্থিত মাতামুহুরি থানা কমিটি গঠন করে স্ব-ঘোষিত সম্পাদক ঘোষণা দেওয়ার ফলে, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ শূন্য হয়। উক্ত শূন্য পদে বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ সালাহ উদ্দিন কে সভাপতি পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেনে বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে ভুট্টাে সিকদার সহ ইউনিয়ন ও থানা আওয়ামী লীগের একাধিক নেতৃবৃন্দ।##