বুধবার- ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

পানছড়ি উপজেলায় বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(১৮ মার্চ) মঙ্গলবার বিকাল ৫ টা হতে পানছড়ি উপজেলা উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া ( সাবেক এমপি)।

এসময় প্রধান অতিথি গত ১৭ বছরের আওয়ামী লীগের স্বৈরশাসন নিয়ে আলোচনা করেন এবং আগামী নির্বাচনে পাহাড়ি বাঙালি সবাইকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান।

তিনি আরো বলেন, স্বৈরাচারের আমলে গুচ্ছগ্রাম প্রকল্প চেয়ারম্যানরা ঘুষ দিয়ে চেয়ারম্যান হয়ে সাধারণ মানুষদের ঠকিয়েছে। কোন নেতাকর্মী যদি স্বৈরাচারের মত অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়, আমরা দলীয় ভাবে তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবো।

এই সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা, উপজেলা বিএনপির সি: সহ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপি সভাপতি মোঃ আবুল হোসেন,

এছাড়াও জেলা, উপজেলার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

33Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়