খাগড়াছড়ি জেলার পানছড়িতে মানবিক সংগঠন “১ টাকার মানবিক পরিবার” এর উদ্যোগ ইফতার মাহফিল ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকাল ৩ টা হতে পানছড়ি উপজেলা অডিটোরিয়াম কক্ষে মোঃ শাহিন আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
এই সময় মোঃ আরিফ হোসেনকে আহবায়ক এবং আরাফাত ভূইয়াকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামি ০৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে নতুন কমিটির নিকট সংগঠনের দায়িত্ব হস্তান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবেন।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আকাস, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃসাকিব হাসান, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সহ এক টাকার মানবিক পরিবারের ৭০/৮০ জন সদস্য উপস্থিত ছিলেন।