মঙ্গলবার- ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবি কর্তৃক দুঃস্থ  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার সময় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে  ব্যাটালিয়ন সদরের আওতাধীন এলাকায় অসহায় দুঃস্থ ও গরীব শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সেক্টর কমান্ডার, রামু সেক্টর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অধিনায়ক,অন্যান্য অফিসারবৃন্দ,এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেক্টর কমান্ডার জানান।

নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট
কর্ণেল একেএম কফিল উদ্দিন বলেন,
মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোর রয়েছে বিজিবি।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়