সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

নাইক্ষ্যংছড়িতে হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল,মোবাইল গেমস ছেড়ে খেলার মাঠে চল’ এই প্রতিপাদ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।

শনিবার (৯ মার্চ) বিকালে উপজেলার অত্র টুর্ণামেন্ট এর পরিচালনা কমিটির আয়োজনে পুরাতন বাস ষ্টেশনের সংলগ্ন মাঠে এই খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আবু তাহের বাহাদুরের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

ক্রীড়াবিদ মো: হোসেনের এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল মান্নান, বান্দরবান জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেযারম্যান তসলিম ইকবাল চৌধুরী, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি বৃটিশ আমেরিকা টোব্যাকো ডিপো ইনচার্জ, মোহাম্মদ অরিফুর রহমান,নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মো: হোসেন, কাঠ ব্যাবসায়ী সাধারণ সম্পাদক জুবাইরুল হক,ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কাঠ ব্যাবসায়ী সমিতির অর্থ সম্পাদক ফাহিম ইকবাল চৌধুরী,উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো: আয়াজ,বিশিষ্ট ব্যাবসায়ী জাকের আহমদ,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল, ইউনিয়ন আওয়ালীগের সহ-সভাপতি আবু তাহের সওদাগর,উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক মৌ: নুরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে আহবায়ক আব্দুল হামিদ, সদস্য জাহাঙ্গীর আলম কাজল,সদস্য আব্দুর রশিদ, সদস্য মো: ইউনুছপ্রমূখ।

গত ১৯ ফেব্রুয়ারী২০২৪ইং ১১ গ্রুপে বিকালে শুরু হয় হাফেজ আহমদ সওদাগর স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট।

এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় কক্সবাজার পাহাড় তলী কে হারিয়ে ও নাইক্ষ্যংছড়ি আদর্শ গ্রাম বিজয়ী হয়।

এছাড়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয় চ্যাম্পিয়ন হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় আশীক।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়