বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দেশব্যাপী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৪ আগষ্ট বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দল,যুবদল,শ্রমিক দল,ও ছাত্র দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী নাইক্ষ্যংছড়ি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ত্রিমোহনী চত্বরে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিএনপির নেতা সাইফুদ্দীন বাহাদুরের পরিচালনায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক জেলা পরিষদের সদস্য বাবু উফাচা মার্মা,উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী,সিনিয়র যুগ্ম আহবায়ক ডা,মিজান, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর, আমিনুল ইসলাম রাকিব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুর রশিদ সিনিয়র যুগ্ম আহবায়ক সাংবাদিক আবদুর রশিদ, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ হোসাইন, ছাত্র দলের সদস্য সচিব মামুনুর রশীদ এছাড়াও বিএনপির অঙ্গ, সহযোগী ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন