বুধবার- ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

নাইক্ষ্যংছড়িতে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান তিন ভাটায় ৩ লাখ জরিমানা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম এলকাকার ইট ভাটা সরকারি নির্দেশ লংঘন করে কার্যক্রাম চালানোর দায়ে প্রশাসানের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এ সময়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করেন ইউএনও।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম আজুখাইয়া এলাকার মেসার্স এইচ কে বি ব্রিক ফিল্ড, মেসার্স জেড এস বি ব্রিক ফিল্ড এবং মেসার্স বি এইচ বি ব্রিক ফিল্ডের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অবৈধভাবে পরিচালিত ইটভাটা ও সংশ্লিষ্ট কাজে বিরত থাকতে ইটভাটা মালিকদের সর্তক করেন তিনি। এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান।
এসময় অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো: রেজাউল করিম,পুলিশ সদস্য ও নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের টিমের সদস্যরা।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়