“ধন্য সেই লোক যে দুষ্টদের পরামর্শমত চলেনা, পাপীদের পথে থাকে না, ঠাট্টা-বিদ্রুপ কারীদের আড্ডায় বসে না, বরং সদা প্রভুর আইন-কানুনই তার আনন্দ, আর সেটিই তার দিন রাতের ধ্যান। সে যেন জনস্রোতের ধারে লাগানো গাছ, যা সময় মতো ফল দেয়, কিন্তু দুষ্ট লোকদের চলার পথে রয়েছে ধ্বংস”
কক্সবাজারের চকরিয়ায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-মালুমঘাট এর শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠানে পবিত্র বাইবেলের গীতসংহিতার প্রথম খন্ড থেকে উপরোক্ত কথা গুলো তুলে ধরেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার-১ আসনের এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক।
শনিবার দুপুর ১২ টায় মালুমঘাট মেমোরিয়াল ব্যাপিস্ট মন্ডলী প্রাঙ্গণে এ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
কম্প্যাশান বাংলাদেশ এর শিশু উন্নয়ন প্রকল্প মালুমঘাট (বিডি-০৫১০) এর এলসিসি চেয়ারম্যান মি. থিয়ফিল হক এর সভাপতিত্বে ও মন্ডলীর যুবপালক কাজল মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মোঃ রকিব উর রাজা, পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন পল্টু ও কলিম উল্লাহ কলি, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, প্যানেল চেয়ারম্যান শওকত আলী ও রিয়াজ উদ্দিন শিপু, পিডিএ কোঅরডিনেটর রুবেল নাথ প্রমূখ বক্তব্য রাখেন।
প্রকল্পের আওতাধীন দুই থেকে ২২ বছর বয়সী ২৭৫ জন শিশুকে বাৎসরিক উপহার তুলে দেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এমপি।
প্রকল্পের বিস্তারিত তুলে ধরে মি. থিয়ফিল বলেন, বিশ্বের ২২-২৪ লক্ষ অসহায়, দরিদ্র ও ঝরেপড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, চারিত্রিক গঠন, যুবসমাজকে স্বাবলম্বী ও আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের অংশ হিসেবে কম্প্যাশনের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। যা এখানকার ২৭৫ জন শিশু প্রত্যেকেই সমহারে পান বলে জানান তিনি।##