রবিবার- ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

জমকালো আয়োজনে শেষ হলো মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট’২০২৪

জমকালো আয়োজনে শেষ হলো মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট'২০২৪

রাজু দাশ চকরিয়াঃ
হাজারো দর্শকের উপস্থিতিতে জমকালাে আয়োজনে সফলভাবে শেষ হলো মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি টি টেন ক্রিকেট টুর্নামেন্ট’২০২৪।

কক্সবাজার চকরিয়ার দাদা ভাই স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে। মূলত তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন চিরিংগা ইউনিয়নের উদ্যোমী তরুণ মহিউদ্দিন ভুট্টো।

গত শনিবার (১৩ এপ্রিল) রাতে চিরিংগা ইউনিয়ন পরিষদ মাঠে ফাইনাল খেলায় বুড়িপুকুর সিকান ক্রিকেট একাডেমি বনাম হাসপাতাল পাড়া আব্দুল্লাহ ক্রিকেট একাডেমি অংশ নেয়। এতে বিজয়ী হয় বুড়িপুকুর সিকান ক্রিকেট একাডেমি।

ফাইনাল খেলার শুভ উদ্বোধন করে চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জামাল হোসেন চৌধুরী। তিনি জানান, আসছে উপজেলা পরিষদের নির্বাচনের পর চিরিংগা ইউনিয়নে একটি স্টেডিয়াম তৈরি করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, শিক্ষাদীক্ষার পাশাপাশি দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলাই একমাত্র মাধ্যম। এসময় এমন সুন্দর আয়োজনের জন্যে মহিউদ্দিন ভুট্টোকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাফর আলম।

অনুষ্ঠানের সভাপতি মহিউদ্দিন ভুট্টো বলেন, অতীতের কালিমা মুছে কক্সবাজার জেলার আদর্শ ইউনিয়ন হবে চিরিংগা ইউনিয়ন। এসময় আদর্শ ইউনিয়ন গড়তে যুব সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এলাকার তরুণদের দীর্ঘ দিনের দাবি মিনি ইনডোর স্টেডিয়াম বাস্তবায়নের কথা বলেন ভুট্টো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিরিংগা ইউনিয়ন পরিষদ সচিব, আতাউল গণি পারভেজ এবং এডভোকেট বাবলু মিয়া ও আরটিভির স্টাফ রিপাের্টার মুহাম্মদ আশিকুল আলম।

গেল ২৩ মার্চ ৮টি দলের অংশ গ্রহণে শুরু হয়েছিল মহিউদ্দিন ভুট্টো প্রদত্ত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট’২০২৪।

106Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়