সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

চেয়ারম্যানলেকে এবার আমের বাম্পার ফলন

বান্দরবানের লামা উপজেলার চেয়ারম্যান লেক এবার ছেয়েছে নানান ধরনের কাঁচা -পাকনা আমে।

ফলের রাজা আম।টক-মিষ্টি কিনবা হালকা টক-মিষ্টির মিশ্রণে পুরো দেশ এখন আম চাষে পরিপূর্ণ। দেশের মানুষ ফল হিসেবে আম,জাম,কাঠাল,লিচু এসবের প্রেমে পরলেও এই মৌসুমে পাওয়া যায় নানান ধরনের ফল।লামা উপজোলর আজিজনগরে পাওয়া যাচ্ছে স্বল্প দামে নানান ধরনের ফল। আর মানুষ তা সহজে পেয়ে নিজে যেমন কিনে খাচ্ছে পরিবার কিনবা আত্মীয় স্বজনদের জন্যও পাঠাচ্ছে।

তবে সবচেয়ে আকর্ষণীয় মূল্যে নানান স্বাদের আম সহজে পাওয়া যাওয়া চাচ্ছে চেয়ারম্যান লেকে।তৌহিদুল ইসলাম রিয়াদের এ আম বাগান যেন দূর থেকে ফলের দোকান। ঝুলন্ত অবস্থায় এ আম মন কেড়েছে পর্যটকদের। আমগুলো দূর থেকে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি।

লেকের আম খেয়ে পেকুয়ার আমি অনেক জায়গায় আম খেয়েছি তবে এ আমগুলো সম্পূর্ণ ভিন্ন ও স্বাদ আলাদা।সরাসরি লেকের পাড়ে হওয়ার সূর্যের আলোতে আমগুলো স্বাদ খুবই চমৎকার।

চট্টগ্রামের আরিফ জানান শহরে আম গ্রামের তুলনায় অনেক বেশি।তাই খুবই স্বল্প দামে পাওয়া আর তার স্বাদ মন কেড়েছে।

এ বিষয়ে তৌহিদুল ইসলাম রিয়াদ বলেন আমগুলোর মধ্যে রয়েছে বারি ফোর,ব্যানানা,কাটিমন,রুপালী ও হাড়ি ভাঙা। এ পর্যন্ত আনুমানিক ৪০০-৫০০ কেজি বিক্রি করা হয়েছে।লামা,লোহাগাড়া, চকরিয়া, পেকুয়া, চট্টগ্রাম ও ঢাকা পর্যন্ত এ আম সহজে পাঠানো হয়।আমগুলো অধিক মিষ্টি তার ব্যপক চাহিদা রয়েছে।প্রায় ১০একর জুড়ে এ আম বাগানের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন হওয়ারও স্বপ্ন দেখেন এ তরুণ উদ্যোক্তা।

এ বিষয়ে আজিজনগর হর্টি কালচারের উদ্যান তত্ত্ববিদ আব্দুল্লাহ আল মামুন জানান,দেশের শিক্ষিত তরুনদের সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত থাকি।বাগান করা থেকে শুরু করে সার ব্যবহারে কিভাবে যত্ন নিতে হয় তার পরামর্শ নিতে যারা আসে তাদের সরেজমিনে সেবা দেওয়া হয়।

56Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়