চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মাথায় যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে নগদ-বিকাশ এজেন্ট ও রবি কোম্পানির অধীনস্থ একে খাঁন টেলিকম লিঃ এর ডি.এস.আর আবু সাজ্জাদ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে ঘটেছে এ ঘটনা।
এঘটনায় ডুলাহাজারা ইউপির ১নং ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা এলাকার মোঃ জালাল উদ্দীনের ছেলে আবু সাজ্জাদ বাদী হয়ে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সিকদার পাড়া এলাকার জাফর আলমের ছেলে লাদেন, স্থানীয় এরফান, আরমান ও নয়নসহ ৬ জনের নামে থানায় এজাহার দায়ের করেছে।
এজাহার সুত্রে ও বাদী সাজ্জাদ বলেন, মঙ্গলবার সেলসের কাজ শেষে চিরিংগা স্টেশন হতে একটি যাত্রীবাহী ছাড়পোকা গাড়িতে করে রাতে বাড়ি ফেরার পথে ফাঁসিয়াখালী রাস্তার মাথায় পৌঁছালে, ওই এলাকায় আগে থেকে ওতপেতে থাকা লাদেন, এরফান ও নয়নসহ ৭/৮ জন লোক যাত্রী সেজে আমাদের বহনকরা গাড়িকে সিগনাল দিলে ড্রাইভার গাড়ি থামায়। ওরা গাড়িতে উঠেই আমার ব্যাগ টানাটানি শুরু করে এবং আমাকে লোহার হাতুড়ি দিয়ে মারধর করে ব্যাগে সংরক্ষিত ১ লক্ষ ৬ হাজার টাকা, দুটো মোবাইল ফোন ও রবি কোম্পানির ২০টি সিম ছিনিয়ে নেয়। তাৎক্ষণিকভাবে আমার শোর চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##