আধুনিক, কল্যাণমূখী ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে সমাজ-দেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। অভিভাবকদের সহযোগিতা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বুধবার (২০ নভেম্বর) বোয়ালখালীতে খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদরাসার অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল আলম এর সভাপতিত্বে ও মাওলানা মো. রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যাপক মাওলানা গোলাম হোসেন আলকাদেরী, সাংবাদিক কাজী মোহাম্মদ শাহী এমরান কাদেরী, অধ্যাপক নাছেরুল হক নোমানি, প্রভাষক নুরুল আবছার মাহমুদ, সাবের আহমেদ, শিক্ষক স্নিগ্ধা গুপ্তা, সাংবাদিক রাজুু দে, দেবাশীষ বড়ুয়া, অভিভাবক শহিদুল আলম মেম্বার,
জাহেদা বেগম ও শহিদুল ইসলাম প্রমূখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব আল্লামা মোহাম্মদ আবদুল করিম আলকাদেরী।