বৃহস্পতিবার- ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

কাতারে গণিত প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র উছাইওয়াং-এর রৌপ্য পদক অর্জন

কাতারের রাজধানী দোহাতে ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৪ অনুষ্ঠিত হয় গণিতের আন্তর্জাতিক প্রতিযোগিতা ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ।এ আয়োজনের ১২তম আসরে অংশ নিয়েছে বাংলাদেশের গণিত টিম।এ দলের একজন সদস্য বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উছাইওয়াং মার্মা। এই প্রতিযোগিতায় সে রৌপ্য পদক অর্জন করে।

এবছরই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীরা প্রথমবার ওয়ার্ল্ড ম্যাথমেটিকস টিম চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণ করে। এতে জাতীয় পর্বে বিজয়ী হয় এই স্কুলের চার জন ছাত্র। পরবর্তীতে আন্তর্জাতিক আসরের জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয় উছাইওয়াং মার্মা। তার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, উছাইওয়াং ক্লাসের শেষে সুযোগ পেলেই গণিত প্র্যাকটিস করে। আমরা তার আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

উল্লেখ্য, কোয়ান্টাম কসমো স্কুলে দেশের নানা প্রান্ত থেকে আসা অসহায় এতিম শিশুরা লেখাপড়া করে। এটি একটি আবাসিক স্কুল। ২০১৬ সালে উছাইওয়াং এই স্কুলে ভর্তি হয় শিশু শ্রেণিতে। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের পিতৃহীন এই শিশুর অভিভাভক হলেন তার মা এবং নানি। তারা উছাইওয়াং-এর অর্জনের জন্যে স্কুলের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই স্কুলে ভর্তি না হলে উছাইওয়াং এ পর্যন্ত আসতে পারত না।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়