শুক্রবার- ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

ঈদগাঁওতে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছেন ইউএনও

কক্সবাজারের ঈদগাঁও বাজারে অবৈধ স্থাপনা বিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে প্রায় ২ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রধান ডিসি সড়কসহ অন্যান্য সড়ক, উপসড়ক, অলিগলি এবং অভ্যন্তরীণ বাজার যানজট মুক্ত করতে অভিযানটি চালানো হয়।

প্রধান সড়ক থেকে অভিযানটি শুরু হয়ে মাছ বাজার, মরিচ বাজার, তরকারি বাজার, পশ্চিম গলি, পুরাতন পাইপ বাজার, ভূমি অফিস সংলগ্ন এলাকা এবং তেলিপাড়া সড়কের পর্যন্ত বিস্তৃত হয়। বাজারে লোক চলাচল স্বাভাবিক ও যানবাহন ব্যবহার নির্বিঘ্ন করতে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রশাসন অভিযানের সিদ্ধান্ত নেয়। উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির গত সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

তারই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্বে প্রশাসনের উদ্যোগে বাজারে একাধিকবার মাইকিং করে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রশাসনের কথায় কেউ কর্ণপাত করেনি। প্রশাসন অবশেষে মাঠে নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারসহ উপজেলা প্রশাসন সংশ্লিস্টরা এ অভিযানে অংশ নেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, একই ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল আলম, বাজার ইজারাদার রমজানুল আলম কোম্পানি, ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম শাহীন, হাবিব আজাদ, মাহাথির আনাসসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, বাজারের সড়কের ফুটপাত অবৈধভাবে দখলের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যারা সড়কের অংশবিশেষ দখল করে ব্যবসা চালাচ্ছে এবং যারা নিজ নিজ দোকানের সামনে সড়কের ফুটপাত দখলে নিয়েছে তাদেরকে ফুটপাত অবমুক্ত করার নির্দেশনা দেন তিনি।

23Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়