বুধবার- ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আলীকদমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আলীকদম উপজেলা কৃষকদলের উদ্যোগে  কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে এ ধরনের সমাবেশের আয়োজন করছে কৃষকদল। এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলায় ৭ ফেব্রুয়ারি(শুক্রবার) এই কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

আলীকদম উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াসিনুল হক চৌধুরী রিপন, সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক রাশেদ, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সাঈদুল আলম সাইদ, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদী, জেলা স্বেচ্ছাসেবক দল সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়া। আলীকদম উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দু শুক্কুর,  আলীকদম উপজেলা  ছাত্রদলের সাবেক সভাপতি সরোয়ার আলম। এছাড়া স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা কৃষকদের অধিকার রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, কৃষকদের সংগঠিত করে তাদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, কৃষকদলের এই উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী কৃষকদের সংগঠিত করে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করা হচ্ছে। আগামী দিনগুলোতেও বিভিন্ন ইউনিয়ন ও উপজেলায় এ ধরনের সমাবেশ অব্যাহত থাকবে বলে সমাবেশ জানানো হয়েছে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়