সোমবার- ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

আগামীর শিক্ষাব্যবস্থা হবে আধুনিক ও গ্রহণযোগ্য শিক্ষাব্যবস্থা

আজিজনগর সাংগঠনিক উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক উপজেলা শাখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও  পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

২৪’ই নভেম্বর, ২৪ইং(রবিবার) সকাল ১০ ঘটিকা থেকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজিজনগর এর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে  মতবিনিময় করার পর বিভিন্ন সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন করলে শিক্ষার্থী উত্তর দেয়।উত্তর দিতে পারা শিক্ষার্থীদের মাঝে প্রথম স্থান,দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করা শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী কেমন হবে আগামীর ছাত্ররাজনীতি ও শিক্ষা প্রতিষ্ঠান এর পরিবেশ তা নিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের টিম প্রতিনিধি। তারা কোমলমতি শিক্ষার্থীদের গল্পের ছলে বাংলাদেশের স্বাধীনতা, তার ইতিহাস ও ছাত্রজনতার গনঅভ্যুত্থান নিয়েও আলোচনা করেন।আলোচনার পরে তাদের থেকে নানান প্রশ্ন করেন।তন্মধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতে পারে তাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলো দেন।তাছাড়া প্রতিটি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রীও প্রদান করেন।পরবর্তীতে যেকোন প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল ও বিএনপি।সবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি অভিভাবকদের কাছে সালাম পৌঁছে দেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সম্পাদক তানবির আহমদ তানু ও দেওয়ান সাইদুল ইসলাম পলাশ।

আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বকর,আজিনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আনোয়ারুল হক মাসুম ও যুগ্ন আহ্বায়ক অমিত হাসান।

84Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়