শনিবার- ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com

দৈনিক নীলগিরিতে সংবাদ প্রকাশ 

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

ইলিয়াছ সানি, নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক নীলগিরিতে “লামায় মাতামুহুরি নদী থেকে অবৈধ বালু উত্তোলন” শিরোনামে সংবাদ প্রকাশের পর বান্দরবান জেলার লামা পৌরসভার ছাগলখাইয়া এলাকায়  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পরিবহনের দুইটি ট্রাক জব্দসহ বালু উত্তোলনে মেশিন ও একাধিক পাইপ ধংস করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার  ৮ নং ওয়ার্ড ছাগলখাইয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহ কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

এ সময় লামা পৌর এলাকার মোঃ জহিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধ বালু কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে তার বালু উত্তোলন ও পরিবহনের সব যন্ত্র ধংস করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, জরিমানা আদায়ের পাশাপাশি একটি রেগুলার মামলাও দায়ের করা হবে। সেই সাথে উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়