বুধবার- ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

dainiknilgiri.com
প্রচ্ছদ /

অদম্য ইউএনও জাকারিয়া’র সাফল্যগাথা ৯মাস

মোহাম্মদ জাকারিয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র ৯মাস।

বিদায়ের আগমুহুর্তে আওয়ামীলীগের অধীনে উপজেলা নির্বাচনে নিজের কঠোরতা নজর কাড়েন।

কর্তব্যে অটল থাকায় তৎসময় ক্ষমতাবান নেতাদের বিরাগবাজন হতে হয়েছে তাঁকে। ফলে ওই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর ভরাডুবি হয়।

স্থানীয় সচেতন নাগরিকরা জানান, মাঠ প্রশাসনে হরহামেশা দলীয় লেজুড়ভিত্তি, অনিয়ম, দুর্নীতি যখন সর্বত্র ছড়ায় সেই মুহুর্তে সম্মানের সাথে বিদায় নিতে পারা একজন সরকারী আমলার জন্য ভাগ্যের ব্যাপার।

তারুণ্যদীপ্ত মাঠ প্রশাসনের এই কর্মকর্তা মাত্র কয়েক মাসে একাধিক উন্নয়ন করেছেন। বিশেষ করে স্বাধীনতার পর স্থানীয় জনসাধারণ ও সরকারী সহায়তায় অস্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, উপজেলা পরিষদের চর্তুরপাশে সরকারী ভ‚মি রক্ষায় সীমানা প্রাচীর হিসেবে দীর্ঘ বাউন্ডারী নির্মাণ, ৩৪বছর পর পরিত্যাক্ত শিশু পার্ক পুনরায় চালু, উপজেলা সদরকে সিসি ক্যামরায় আওতায় আনা, পর্যটন লেক সম্প্রসারণ, অসহায় গরীব, সরকারী নির্ধারিত কাজের বাইরেও দরিদ্র মানুষকে নিয়মিত সাহায্য প্রদান এবং সরকারী সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিয়েছেন তিনি।

ভৌগলিকগত ভাবে গুরুত্বপূর্ণ একটি উপজেলায় কাজ করতে গিয়ে বিজিবি, পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের এক টেবিলে বসিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন।

উপজেলা প্রশাসনের একাধিক সরকারী দপ্তরের কর্মকর্তারা জানান, সদ্য বিদায়ী ইউএনও’র প্রতিটি কাজই ছিল জনবান্ধব। মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে তিনি মাঠে কাজ করেছেন।

এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হিসেবে মাত্র দুই মাস কাজ করার সুযোগ পেয়েছি ইউএনও মোহাম্মদ জাকারিয়ার সাথে’।

এই সময়টাতে মানবিকতা, মনুষ্যত্ববোধ, উদারতা, কর্মতৎপরতা সবমিলিয়ে দেশপ্রেম বান্ধব একজন কর্মকর্তা হিসেবে তাঁকে চিনতে পেরেছি। তিনি কাজ করতে পছন্দ করেন। যোগদানের পর থেকে অনেকগুলো উন্নয়নমূলক কাজ করেছেন।

এদিকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন- সৎ-সাহস ও সদিচ্ছা থাকলে কঠিন কাজও সহজ হয়। তবে সব শ্রেণীপেশার মানুষের আশা আকাঙ্কা সমানভাবে পূরণ করার জন্য আমি কাজ করেছি।

উল্লেখ্য, সদ্য বিদায়ী নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া বিসিএস ৩৪ব্যাচের একজন কর্মকর্তা।

এর আগে ২০২১সালে তিনি কক্সবাজার সদর উপজেলায়, ২০২৩সালে ঈদগাও উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

সবশেষ ২০২৩ সনের ১১ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদেন করেছিলেন তিনি।

12Shares

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়